সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বড়াইগ্রামে ছুরিসহ তিন ছিনতাইকারী আটক 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

বড়াইগ্রামে ছুরিসহ তিন ছিনতাইকারী আটক 

নাটোরের বড়াইগ্রামে চালকের গলায় ছুরিকাঘাতে ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় জড়িত আশরাফুল হক আবু (৩২), নাসিম হোসেন (১৬) ও  সুরুজ আলীকে (১৯) আটক করেছে পুলিশ। 

এ সময় তাদের দেয়া তথ্যমতে ছিনতাই করা অটোভ্যান ও ছিনতাইয়ে ব্যবহূত চাকু উদ্ধার করা হয়েছে। রোববার (২০ আগস্ট) তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

আটক আশরাফুল হক আবু জেলার বাগাতিপাড়া উপজেলার পেরাবাড়ীয়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে, নাসিম বড়াইগ্রাম উপজেলার কাটাশকোল গ্রামের আল আমিনের ও সুরুজ হারোয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন আহত ভ্যান চালক আবু তালেব (৪২) লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের মৃত আবু বকরের ছেলে।
   
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, গত ১৭ আগস্ট রাতে আবু তালেব লালপুরের ওয়ালিয়া বাজার থেকে চারজন যাত্রী নিয়ে বড়াইগ্রামের রামাগাড়ী বাজারে যাচ্ছিলেন। পথে রামাগাড়ী বাঁশঝাড় এলাকার ফাঁকা মাঠে পৌঁছালে যাত্রীবেশী ছিনতাইকারীরা ভ্যান চালকের গলায় ছুরিকাঘাত করে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। 

এ ঘটনার পর পুলিশ তদন্তে নেমে গত শনিবার বড়াইগ্রাম ও বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে আটক করে। এ সময় আটকরা ছিনতাইয়ের ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে। 

টিএইচ